ফ্রিল্যান্সিং

 ফ্রিল্যান্সিং কি এবং কেন তা আমরা অনেকেই কম বা বেশি জানি। ফ্রিল্যান্সিং এ বর্তমানে আমাদের দেশের অনেকেই করছে। বর্তমানে যারা নতুন ফ্রিল্যান্সিংয়ে আসতে চাই তারা বেশির ভাগই দেখে যে 




কে কত টাকা ইনকাম করছে তা  দেখে উনিও সেই কাজ  করতে চাই। উনি একবার ও যাচাই করে না যে আমার জন্য কোন কাজটা ভাল হবে। তা যাচাই করার আগেই ভূল সিদ্ধান্ত নিয়ে অনলাইন থেকে ঝরে যায়। একটা উদাহরণ দেওয়া যাক, ধরেন ওয়েব ডেভেলপমেন্ট নিয়ে ৫০০ জন ট্রেনিং নিচ্ছে সেখান থেকে হাতে গুনা কয়েকজন ছাড়া বাকি যারা আছেন কেউ সফলতার মুখ দেখতে পারেন না। আসলে সেটা হয় কেন? উত্তর একটাই নিজে যাচাই না করা। আপনাকে সফলতা পাবার জন্য আপনাকে আগে দেখতে হবে কোন কাজটি আপনি ভাল পারেন এবং কাজটি করতে আপনার স্বাচ্ছন্দ বোধ করেন। তাহলে আপনি স্কিল অর্জন করতে পারবেন। আর স্কিল অর্জন করতে পারলে আপনার কাজের অভাব হবে না। এতক্ষণ এই কথাগুলো বললাম এই কারণে আপনি আগে দেখেন কিছু স্কিল- যেমন ভিডিও  এডিটিং, গ্রাফিক্স ডিজাইন, ওয়েব ডিজাইন, ওয়েব ডেভেলপমেন্ট, অ্যাফিলিয়েট মার্কেটিং আরও অনেক কাজ আছে। আপনি প্রতিটি বিষয় সপ্তাহ খানেক সময় নেন। তারপর আপনার যে কাজটি ভাল লাগবে আপনি সেই কাজটিই আয়ত্ত করেন। তাহলে আপনি অনলাইনে সফলতা নিয়ে আসতে পারবেন। তারপর স্কিল অর্জন করার পর এবার আপনাকে ধৈর্য্য ধরতে হবে। আপনি যত ধৈর্য্য ধরবেন। আপনি সফলতা নিয়ে আসতে পারবেন। 

অনলাইনে দুই ধরণের

অনলাইনে দুই ধরণের ইনকাম আছে। 

১। ্অ্যাক্টিব ইনকাম ও ২। প্যাসিভ ইনকাম 

অ্যাক্টিব ইনকাম হল সেই ইনকাম যা আপনি যতক্ষণ কাজ করবেন ততক্ষণ ইনকাম। আর প্যাসিভ ইনকাম হল আপনি যে কাজটি একবার করার ফলে বার বার পেতেই থাকবেন সেই কাজ। যেমন গুগল অ্যাডসেন্স। 



এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন