রবীন্দ্রনাথ ঠাকুর
রবীন্দ্রনাথ ঠাকুর গীতাঞ্জলী কাব্য্যর জন্য নোবেল পুরস্কার পেয়েছিলেন। তিনি মাত্র ১৩ বছর বয়সে এই কীর্তি অর্জন করেন। রবীন্দ্রনাথ ঠাকুর বাংলাদেশের জাতীয় সংগীত ও ভারতের জাতীয় সংগীত রচনা করেন। জনগণমন - অধিনায়ক জয় হে ভারতের জাতীয় সঙ্গীত। এই গানটি রবীন্দ্রনাথ ঠাকুর কর্তৃক তৎসম বাংলা ভাষায় রচিত। গানটির রচনাকাল জানা যায় না। ১৯১১ খ্রিষ্টাব্দে জাতীয় কংগ্রেসের একটি সভায় এটি প্রথম গীত হয়। ১৯৫০ খ্রিষ্টাব্দে স্বাধীন ভারতের জাতীয় সঙ্গীত স্বীকৃতি লাভ করে এর প্রথম স্তবকটি। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রচিত বন্দেমাতরম গানটিও সমমর্যাদায় জাতীয় সংগীতের স্বীকৃতি লাভ করে। বর্তমানে জনগণমন ভারতের জাতীয় সংগীত বা জাতীয় স্তোত্র বা স্তব রাষ্ট্রগীত (ন্যাশনাল অ্যানথেম) ও বন্দেমাতরম ভারতের রাষ্ট্রগান (ন্যাশানাল সং) বিবেচিত হয়।